বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পর আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।
শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে আন্দোলনকারীরা ওই সব ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সমানে যাওয়ার চেষ্টা করেননি।
এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক।
সেখান থেকে বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।
প্রায় ঘণ্টাখানেক মিছিল শেষে তারা ফের নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেখানে তারা নানা স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটা পর্যন্ত তারা নগর ভবনের সামনে অবস্থান করবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করা হবে।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, ইশরাক হোসেন ঢাকাবাসীর স্বপ্নের প্রতীক। তাঁকে মেয়র হিসেবে দেখতে চান বহু মানুষ। অথচ বর্তমান সরকার তাকে প্রতিহত করতে নানা কৌশল নিয়েছে।
তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অংশ হিসেবেই তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান।
পূর্বঘোষণা অনুসারে আজ নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করার কথা ছিল। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চলে। সেই কর্মসূচিতে নগরবাসীর সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা।
এদিকে ঢাকাবাসীর এই অবস্থান কর্মসূচিতে আজও একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কর্মচারীরাও। সকাল থেকেই তারা সব কার্যক্রম বন্ধ করে অবস্থান নেন এই অবস্থান কর্মসূচিতে।
এ সময় তারা সব গেট বন্ধ করে দেন। প্রত্যেক গেটেই তালা ঝুলিয়ে দিয়ে নগর ভবনের নিচতলায় মঞ্চ বানিয়ে অবস্থান কর্মসূচি চালাতে থাকেন তাঁরা। সেই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক এবং সচেতন নাগরিক সমাজের নেতা কর্মীরা অংশ নেন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























