সৌদি আরবে ওমরা করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন অনেকটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, “গতকাল (৩০ জানুয়ারি) ওমরাহ করতে ঢাকা থেকে সৌদি আরব যাচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাই পৌঁছায়। এসময় বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে যান। তিনি এখন অনেকটাই সুস্থ।”
সাবেক এই স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুবাই থেকে সৌদি আরব রওনা হবেন বলেও জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য।
এর আগে ১৭ বছর কারাগারে থাকার পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। কারাগারে থাকা অবস্থায়ও কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























