• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

অমর একুশের পোশাক কেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১২:৪২ পিএম
অমর একুশের পোশাক কেমন হবে

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকারের জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বররা। 

একুশে ফেব্রুয়ারির সঙ্গে শুধু বাংলা ভাষায়ই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির চেতনা। তাই এ দিবসটি ঘিরে আমাদের দেশে নানা আয়োজন হয়ে থাকে। দিনটির অধিকাংশ সময়ই বাইরে কেটে যায়। এজন্য সাজ-পোশাকেও অবশ্যই ভাষা এবং দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলা উচিত। ২১-এর পোশাক কী কী হতে পারে চলুন তাহলে জেনে নিই।

২১ ফেব্রুয়ারি যেহেতু শোকের দিন তাই পোশাকে মূলত সাদা-কালো এই দুইটি রঙয়ের প্রাধান্য থাকাই ভাল। সঙ্গে থাকতে পারে লাল বা ছাই রং। পোশাকে ব্যবহৃত রং, কাপড়, নকশায় ভাষা আন্দোলনের মহিমা যেন ফুটে ওঠে। পোশাকে যুক্ত হতে পারে একুশের গান, কবিতা, স্লোগান ও বাংলা ভাষায় রচিত বিভিন্ন পঙ্‌ক্তিমালা। এর বাইরে শহীদ মিনার, মানচিত্র, পতাকাসহ একুশের বিভিন্ন চিত্রের নান্দনিক প্রকাশও ঘটাতে পারেন।

আজকাল বুটিক হাউসগুলো বিশেষ দিবসগুলিকে কেন্দ্র করে বেশ চমৎকার ও মানানসই পোশাক পরিকল্পনা করে থাকে। আপনি চাইলে যে কোনো পছন্দের শোরুম থেকেও কিনে নিতে পারেন।

Link copied!