• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি ইউপি মেম্বারের


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:২১ এএম
পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি ইউপি মেম্বারের
গ্রেপ্তার না করতে অনুরোধ জানান ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক

পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে থাকা অবস্থায় পুলিশকে হাতজোড় করে বলতে থাকেন, ‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না, ছেড়ে দিন।’ কিন্তু পুলিশ তার কথা শোনেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের কাওয়ার পাড়ায় সোমবার (১২ মে) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের একটি মামলায় ইউপি সদস্য আবু বক্কর আসামি ছিলেন। সোমবার বিকেলে পুলিশ কাওয়ার পাড়ায় অভিযানে গেলে ইউপি সদস্য পুলিশ দেখে দৌড় দেন। একপর্যায়ে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে উঠিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়।

ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিককে পুকুর থেকে উঠিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ বিকেলে কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নে

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, গ্রেপ্তার ইউপি সদস্যের মা ৮ মে মারা গেছেন। মঙ্গলবার তার মায়ের কুলখানি হওয়ার কথা রয়েছে। তাই পুলিশকে এই মুহূর্তে গ্রেপ্তার না করতে তিনি অনুরোধ করেছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পুকুরে থাকা অবস্থায় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক পুলিশের উদ্দেশে বলেন, ‘মঙ্গলবার আমার মায়ের ফাতেহা (কুলখানি)। আমাকে গ্রেপ্তার না করে ছেড়ে দেন। আমার মা মারা গেছেন।’ এ সময় পুলিশের কাছে বারবার একদিন সময় চান ইউপি সদস্য। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার হতে হয়।

ওসি মো. ইলিয়াস খান বলেন, ইউপি সদস্য আবু বক্কর থানা-পুলিশের হেফাজতে আছেন। 

Link copied!