• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৪৭ পিএম
ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে যা করবেন
ছবি: সংগৃহীত

সারাদিনের কাজে শেষে আমাদের প্রশান্তির জায়গা আমাদের ঘর। আর সেই ঘরে ঢুকেই যদি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাহলে প্রশান্তির জায়গাটা নষ্ট হয়। ঘরে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেই দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়। রুম ফ্রেশনার দিয়ে হয়ত কিছুক্ষণের জন্য দুর্গন্ধ দূরে রাখা যায়, কিন্তু দুর্গন্ধ আবার ফিরে আসে কিছুক্ষণের মধ্যে। এক্ষেত্রে ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন। জেনে নিন ঘরকে দুর্গন্ধমুক্ত রাখার উপায়-

  • বাসায় ফেরার পর যদি মনে হয় ঘর বন্ধ হওয়ার কারণে বাজে গন্ধ ছড়াচ্ছে তাহলে ঘরের দরজা জানালা সব খুলে দিন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে।
  • বাসার গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘর। আর সেই রান্নাঘরেই দুর্গন্ধ হয় বেশি। মাছ কাটাকাটি করার পর দুর্গন্ধ হয় কিংবা কোনো সবজি যদি নষ্ট হয় তাহলেও দুর্গন্ধের সৃষ্টি হয়। এরকম দুর্গন্ধ হলে এক বাটি ভিনেগার রান্নাঘরে রেখে দিন কয়েক ঘণ্টার জন্য। অথবা সারা রাতও রাখতে পারেন। এতে মাছ বা সবজি থেকে সৃষ্ট দুর্গন্ধ সহজেই দূর হয়ে যাবে।
  • ঘরের কোণে ছোট ছোট করে কেটে লেবু বা লেবু পাতা রাখতে পারেন। এতে উৎকট গন্ধ দূর হয়ে যাবে।
  • বেকিং সোডা দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে খুবই কাজে দেয়। এক্ষেত্রে ঘরের বিভিন্ন জায়গায় বেকিং পাউডার ছিটিয়ে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ দূর হয়।
  • ফ্রিজের ভেতর অনেক সময়েই দুর্গন্ধ হয়। এক্ষেত্রে ফ্রিজে কফি ছড়িয়ে দিতে পারেন। তাতে ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর হবে সহজেই।
  • ঘর মোছার সময় পানিতে এসেনশিয়াল অয়েল, যেমন লেমনগ্রাস, ল্যাভেন্ডার কিংবা কমলার সুবাসযুক্ত এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে পুরো বাড়িই মিষ্টি গন্ধে ভরে উঠবে।
  • ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে একটি মিশ্রণ বানিয়ে নিন। এক্ষেত্রে চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে নিন। পানি ফুটতে থাকলে তাতে কিছু কমলার খোসা, কিছু দারুচিনি ও লেবুজাতীয় ফলের রস ছেড়ে দিন। অল্প আঁচে মিশ্রণটিকে জ্বাল দিতে থাকুন। ধীরে ধীরে ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে।
Link copied!