• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

সেনা অভিযান চলছে, কেএনএর কমান্ডারসহ নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:২৮ এএম
সেনা অভিযান চলছে, কেএনএর কমান্ডারসহ নিহত ২
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার এক পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।


ক্ষুদে বার্তায় আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ-এর কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। এই সময় ৩টি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে বলে জানিয়েছে আইএসপিআর।

২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, কেএনএফ-এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।

Link copied!