• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:৩৪ এএম
নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার 
নাঈমুর রহমান দুর্জয়।ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ১০টার দিকে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে মানিকগঞ্জ ডিবি পুলিশ জানতে পারে, নাঈমুর রহমান দুর্জয় লালমাটিয়া আছেন। এমন পরিস্থিতি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল করিম বলেন, ইতিমধ্যে তাকে নেওয়া হয়েছে মানিকগঞ্জে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন।

Link copied!