• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

শীতে তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৫:১৫ পিএম
শীতে তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
শীতে তৈলাক্ত ত্বকের বাড়তি যত্ন নেওয়া উচিত। ছবি : সংগৃহীত

শীতকালে শুধুমাত্র ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায় তা নয়। অনেকের ত্বক তৈলাক্ত। এ সময় তাদের ত্বক আরও বেশি স্পর্শকাতর হয়ে ওঠে। আর তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া বেশ মুশকিলও বটে। তারমধ্যে কিছু ভুল করা থেকে বিরত থাকতে হবে। যেমন-

গরম পানিতে মুখ ধোয়া
শীতে গরম পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস থাকে অনেকের। তবে ত্বক তৈলাক্ত হলে এটি করা থেকে বিরত থাকুন। কারণ তৈলাক্ত ত্বকে গরম পানি ব্যবহার করলে আরও বেশি তেল উৎপাদন করে। তাই মুখ ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করুন।

অতিরিক্ত মুখ ধোয়া
ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ ধুয়ে ফেলেন অনেকে। এটি ত্বককে আরও বেশি তৈলাক্ত করে তোলে। তাই দিনে ২-৩ বারের বেশি মুখ না ধোয়া ভালো।

টোনার ব্যবহার 
টোনার ত্বকের পিএইচ ভারসাম্য সঠিক রাখতে সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত তাদের টোনার ব্যবহার করা জরুরি। বিশেষ করে শীতে টোনার ব্যবহার না করলে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। ভালো মানের টোনার ব্যবহার করুন। এবং অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করার চেষ্টা করুন।

ময়েশ্চারাইজার
শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে তৈলাক্ত ত্বকে সারাদিনে একবার ময়েশ্চারাইজ করলেই যথেষ্ট।  

Link copied!