• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

পটুয়াখালীর খালে ভেসে এলো জাহাজ বিধ্বংসী টর্পেডো


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৮:৩৫ এএম
পটুয়াখালীর খালে ভেসে এলো জাহাজ বিধ্বংসী টর্পেডো
বঙ্গোপসাগর থেকে ভেসে আসা টর্পেডো। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খালে জোয়ারের পানিতে ভেসে এসেছে যুদ্ধ জাহাজ ধ্বংসকারী একটি টর্পেডো। রোববার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে সেটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

জান গেছে, এই এলাকায় বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি সংযোগ নিজকাটা খালের। স্থানীয় কিছু মানুষ খালে নেমে দড়ি দিয়ে টর্পেডোটিকে ভাসমান অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাখেন একটি খুঁটির সঙ্গে।

খবর পেয়ে পুলিশও আসে ঘটনাস্থলে। তারা বস্তুটিকে বিস্ফোরক ও ক্ষতিকারক বিবেচনায় সরিয়ে দেন স্থানীয় বাসিন্দাদের। লাল সাদা রঙের এই টর্পেডোটির দৈর্ঘ্য আনুমানিক ২৫ ফুটের মতো

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষজ্ঞ দল এটাকে টর্পেডো বলে নিশ্চিত করেছে। এটাকে হয়তো প্র্যাকটিসের জন্য পানিতে নামানো হয়েছিল। তবে এটি কোথা থেকে ভেসে এসেছিল সেটি এখনো নিশ্চিত নয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “স্থানীয় খালে ঢুকে পড়ার পর সেটিকে গাছের সাথে বেঁধে আটকে রেখেছে। পরবর্তীতে আমরা নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানিয়েছি।”

Link copied!