• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

জালভোট দিতে গিয়ে কারাগারে নারী


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৯:৪৯ পিএম
জালভোট দিতে গিয়ে কারাগারে নারী

পটুয়াখালী সদর উপজেলার ভূরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে শাহানাজ বেগম (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৮ এপ্রিল) পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম ভূরিয়া ইউনিয়নের ভায়লা গ্রামের নুর ইসলাম ঘরামীর মেয়ে। দণ্ড ঘোষণার পর তাকে জেল হাজতে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূরিয়া ইউনিয়নের ছয় নম্বর ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে আইন লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

Link copied!