• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

আলমারিতে জামাকাপড় ভালো রাখার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৩:০১ পিএম
আলমারিতে জামাকাপড় ভালো রাখার উপায়
আলমারিতে রাখলেও জামাকাপড় যত্নে রাখতে হয় । ছবি : সংগৃহীত

সময়ের অভাবে অনেকেই আলমারিতে কাপড় গাদাগাদি করে রাখেন।  আজ বা কাল করতে করতে দেখা যায় কাপড় আর গোছানো হয়ে ওঠে না। এতে কাপড়ের মান নষ্ট হয়ে যায়। আবার গুছিয়ে রাখার পরও ঠিকমতো না হলে তাও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আসলে আলমারিতে রাখলেও জামাকাপড় যত্নে রাখতে হয়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে রাখবেন-

  • কাপড়ের ভিন্নতা বুঝে বিভিন্ন তাকে ভাঁজ করে রাখুন। শাড়িগুলো আলাদা করে রাখুন। প্রতিদিন যেগুলো পরতে হয় সেগুলো একসঙ্গে গুছিয়ে রাখুন। আলমারিতে তোলার আগে সব জামাকাপড় ইস্তিরি করে নিন।
  • ভাঁজ করে রাখার চেয়ে হ্যাঙ্গারের সাহায্যে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারেন। এতে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সবগুলো সম্ভব না হলেও দামি পোশাকগুলো ঝুলিয়ে রাখুন।
  • সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পর পর আলমারি পরিষ্কার করুন। আলমারির প্রতিটি তাকে একটি করে ন্যাপথলিন রেখে দিন। এতে পোকা মাকড় ঢোকার আশঙ্কা কমবে। ন্যাপথলিনের পাশাপাশি দুয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও ছড়িয়ে রাখতে পারেন।
  • আলমারির জামাকাপড় সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করুন।
  • জামাকাপড় তোলার আগে আলমারির গায়ে কোনও দাগ বা কিছু লেগে আছে দেখে নিন। তা না হলে জামাকাপড়ে দাগ লেগে যেতে পারে। সবচেয়ে ভালো ঝুঁকি এড়াতে ভেজা কাপড় দিয়ে আলমারির বাইরে-ভেতরে মুছে তারপর পোশাক তুলে রাখুন।
  • জামাকাপড় এমনভাবে রাখুন যাতে মাঝখানে কিছুটা ফাঁকা থাকে। বাতাস চলাচল করলে কাপড় ভালো থাকবে।
Link copied!