• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

রান্নাঘরে যেভাবে পানির অপচয় রোধ করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৫:২৩ পিএম
রান্নাঘরে যেভাবে পানির অপচয় রোধ করবেন

রান্নাঘরে পানি ছাড়া কোনো কাজই সম্ভব নয়। কিন্তু অনেক সময় রান্নাঘরে নিজের অজান্তেই আমরা অনেকটা পানি অপচয় করে ফেলি। যেমন ভাত, ডাল, চাউমিন, পাস্তা কিংবা সবজি সিদ্ধ হয়ে গেলে আমরা সেই পানি ছেঁকে ফেলে দিই। কিন্তু এই পানি ফেলে না দিয়ে আপনি নানা কাজে ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই।

  • শাকসবজি, ফল, চাল, ডাল ধুয়ে সেই পানি ফেলে না দিয়ে গাছের গোড়ায় দেওয়া যায়। লিকার চা বানানোর সময় অনেক ক্ষেত্রেই বেশি হয়ে যায়, চা পাতাসহ সেই পানিও গাছের পরিচর্যায় কাজে লাগাতে পারেন।
  • অনেকেই গাড়িতে পানিভর্তি বোতল রাখার পরে আর মনে থাকে না। তেমন হলে সেই পানি ফেলে না দিয়ে বাড়ি পরিষ্কার করার কাজে, বাসন মাজার কাজে ব্যবহার করতে পারেন।
  • কড়াইতে পোড়া লাগলে সেই দাগ পরিষ্কার করতে সময় ও পানি দুটোরই অপচয় হয়। এ ক্ষেত্রে সমান্য পানি গরম করে নিয়ে কড়াইতে আধ ঘণ্টা মতো রেখে দিন। এতে অল্প সময়েই সেই দাগ দূর করা যাবে।
  • চাউমিন, পাস্তা বা সবজি সেদ্ধ করে সেই পানি আবার রান্নার কাজে লাগাতে পারেন। পিৎজার ময়দা মাখার সময়ে যদি লবণ আর তেল মেশানো চাউমিন সেদ্ধ করা পানি ব্যবহার করেন, তাহলে পিৎজার রুটি হবে তুলেতুলে নরম। 
  • ডাল রান্না করার আগে ভিজিয়ে রাখতে হয়। যদি সাধারণ পানির বদলে চাউমিন সেদ্ধ করা গরম পানি কিংবা ভাতের ফ্যানে ডাল ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ডাল রান্না করতে কম সময় লাগবে।
  • ভাতের ফ্যান ফেলে না দিয়ে তা রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন। দুই চামচ ভাতের ফ্যানের সঙ্গে এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ত্বক মসৃণ ও কোমল হবে।
Link copied!