ডিম খেয়ে ডিমের খোসা ফেলে দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু ডিমের মতোই ডিমের খোসাকে আমরা অনেক ধরনের কাজে লাগাতে পারি। এতে বেঁচে যাবে কিছু খরচ, চলুন জেনে নিই-
- ডিমের খোসায় ৯৫ শতাংশ ক্যালসিয়াম কার্বনেট থাকে। এ ছাড়া ক্যালসিয়াম ও মিনারেল রয়েছে এতে। এগুলো মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বাগানের চারপাশে ও গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিলে গাছে পোকামাকড় আসবে না।
- ত্বকের যত্নে ডিমের খোসা অন্তর্ভুক্ত করতে পারেন। ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। এবার এতে মধু মিশিয়ে মুখে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। এ জন্য ডিমের খোসা পিষে দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ত্বক হবে উজ্জ্বল।
- অনেক সময় রান্নাঘরের সিঙ্ক ময়লা জমে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানে ডিমের খোসা মিহি গুঁড়া করে সিঙ্কের মুখে দিয়ে কল ছেড়ে দিন।
- ডিমের খোসার সাহায্যে দাঁতের হলদে ভাব কমাতে পারেন। ১ চা-চামচ ডিমের খোসার গুঁড়ার মধ্যে এক চিমটি বেকিং সোডা দিন। এবার এতে নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্যবহার করুন দাঁতে। দাঁতের উজ্জ্বলতা ফিরে আসবে।
- হাঁড়ি বা কড়াইয়ের পোড়া দাগ দূর করতে ডিমের খোসা গুঁড়ো করে সাবানের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই সাবান দিয়ে বাসন পরিষ্কার করুন।