সারাবছরই কম বেশি চুলের যত্ন নেওয়া জরুরি। তবে শীতে একটু বেশিই নিতে হয়। কারণ এসময় আবহাওয়া বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি খারাপ থাকে। তাই শীতে চুলের জন্য চাই বাড়তি যত্নের। এক্ষেত্রে পেঁয়াজের রসের ব্যবহার বহু পুরোনো। তবে সঠিক ভাবে ব্যবহার করলেই ভালো ফল পাওয়া সম্ভব। চুল থেকে মাথার স্ক্যাল্প সব কিছুর জন্যই পেঁয়াজের রস উপকারী। তবে তার আগে জানতে হবে ব্যবহার পদ্ধতি-
পেঁয়াজের রস এবং দই
দইয়ে থাকা প্রোটিন, চুলকে মজবুত করে। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগালে চুল পড়ার সমস্যা অনেকাংশে দূর হয়। চুল পড়া দূর হয়।
পেঁয়াজের রস এবং ডিম
ডিমে বায়োটিন নামক উপাদান চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। পেঁয়াজের রসের সাথে ডিম মিশিয়ে এটি লাগালে চুলের বৃদ্ধি দ্বিগুণ হয়। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
পেঁয়াজের রস এবং নারকেল তেল
পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস এবং অ্যালোভেরা
খুশকি প্রতিরোধে কাজ করে অ্যালোভেরা। পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে চুলে লাগালে খুশকির সমস্যা দূর হয়।
পেঁয়াজের রস এবং মধু
মধুতে প্রচুর অ্যান্টি- অক্সিডেন্ট রয়েছে। যা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে চুলে ও মাথার ত্বকে লাগালে চুলের বৃদ্ধি বাড়ে।
পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল
সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এতে নতুন চুল গজাতে সাহায্য করবে।