• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

এবার যুবদল-ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:০৬ পিএম
এবার যুবদল-ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (১৩ জুলাই) নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৩ আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আল আমিনের আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ জানান, হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে রোববার নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ২৩ আসামি। 

এ সময় আশরাফুল আলম লুলু, এনামুল হক কালু, মিলন ফরাজী, রাসেল আলী, মিজানুর রহমান ও আনারুল ইসলামের জামিন মঞ্জুর করে বাকি ১৭ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। 

গ্রেপ্তাররা হলেন- লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবন সহ ছাত্রদল ও যুবদলের কর্মী সুমন, আরিফ, মেহেদী, সজিব, মালেক, মিল্টন, তানভীর, লিটন, রাকিব, বাপ্পি, সোহাগ, চঞ্চল, সাকিবুল আলম সুলভ ও মাইনুল হক বিপ্লব।
 

Link copied!