• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

খাটের ওপর পড়ে ছিল মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৫৮ পিএম
খাটের ওপর পড়ে ছিল মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ

ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার রফিক উদ্দিনের স্ত্রী ময়না আক্তার (২৫) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) ও নিরব (২)। 

স্থানীয় সূত্রে জানা যায়, রফিক উদ্দিন ও ময়না বেগম দম্পতি দীর্ঘদিন ধরে ওই বাসায় বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে রফিক বাড়িতে ছিলেন না। সোমবার সকালে আশপাশের বাসিন্দারা ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তিনটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের ভেতর গলাকাটা অবস্থায় মা ও দুই শিশুর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Link copied!