ভালো মানের মাস্কারা সঠিকভাবে লাগালে সৌন্দর্য বেড়ে যায়। আজকাল অনেকেই ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করেন। ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে তোলার সময় সঠিক মেকআপ রিমুভার ব্যবহার করা উচিত। তা না হলে কঠিন সমস্যা দেখা দিতে পারে।
যেসব বিষয় খেয়াল করবেন-
তরল আকারে মাস্কারা বাজারে পাওয়া যায়, তাই কেনার সময় খেয়াল রাখবেন এটি যেন শুকনো না হয়, কারণ অনেক সময় দোকানে পুরোনো স্টক থাকে। যা চোখের পাতায় লাগানো উচিত না।
সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ওয়াটারপ্রুফ মাস্কারা লাগালে চোখ এবং চোখের পাতার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে ঘন ও লম্বা চোখের পলক পরিষ্কার ও স্বচ্ছ মাস্কারা ব্যবহার করুন। এতে চোখের ভালো শেপ তৈরি করে।
অন্যদিকে, মাস্কারা লাগিয়ে যদি ত্বকে বা চোখে অ্যালার্জি হয়, তাহলে মাস্কারা লাগানো থেকে বিরত থাকতে হবে।
মাস্কারা ব্রাশ বারবার বোতলের ভিতরে এবং বাইরে নেওয়া উচিত নয়। এতে করে বোতলে বাতাস ভরতে পারে এবং মাস্কারা শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে।
প্রতি ৫ থেকে ৬ মাস পর পর মাস্কারা পরিবর্তন করুন। বেশিদিন সঙ্গে রাখবেন না।
যদি ত্বকের রঙ উজ্জ্বল হয়, তাহলে কালো রঙের পরিবর্তে গাঢ় বাদামি মাস্কারা ব্যবহার করা উচিত। এতে আপনাকে আরও ভালো মানাবে।