নরসিংদীতে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (৩৬) নামের এক ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন।
তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যে বাসায় হত্যাকাণ্ড ঘটেছে, সেটি সম্প্রতি তৈয়বুর রহমান নামের এক যুবক ভাড়া নিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দুই বন্ধু রিজভী এবং তৈয়বুর রহমানের বাড়ি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় খলাপাড়া গ্রামে। ওই এলাকায় ডিশের ব্যবসা একসময় যৌথভাবে করতেন দুজন। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে তৈয়বকে ব্যবসা থেকে বের করে দেন রিজভী। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রিজভীকে সরিয়ে ওই ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নেন তৈয়ব। রিজভী ওই ব্যবসায় আবার ফিরতে চাইলে আলোচনার নামে সোমবার রাতে তৈয়বের ওই ভাড়ার বাসায় তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। রিজভী ও তৈয়বের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।