যশোরে একটি নির্মাণাধীন ভবন ধসে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের খড়কি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নির্মাণাধীন ভবনটির প্রকৌশলী মিজানুর রহমান (৩৫) ও আজিজুল ইসলাম এবং ঠিকাদার নুরু (৪৫)।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের খড়কি সার্কিট হাউস পাড়ায় নয়তলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ছয়তলার নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে উপস্থিত থাকা প্রকৌশলী মিজানুর রহমান, আজিজুল ও ঠিকাদার নুরু গুরুতর আহত হন।
ওসি আবুল হাসনাত আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।