• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

রেমিট্যান্সে সুবাতাস, ২০২৪-২৫ অর্থবছরে কত বেড়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:১০ পিএম
রেমিট্যান্সে সুবাতাস, ২০২৪-২৫ অর্থবছরে কত বেড়েছে
ডলার। ফাইল ফটো

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের (প্রবাসী আয়) ধারা অনেকটাই ইতিবাচক। ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের ২৯ জুন পর্যন্ত সময়ে মোট ৩০ হাজার ২১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় (২৩ হাজার ৭৪৫ মিলিয়ন ডলার) এই প্রবাহে ২৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, শুধু চলতি জুনের ১-২৯ তারিখ পর্যন্ত ২৭০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় (২৩৭২ মিলিয়ন ডলার) এই প্রবাহে মাসিক ভিত্তিতে প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ১ শতাংশ। গত ২৯ জুন একদিনেই দেশে এসেছে ১৬৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রবাসীদের আস্থার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ, হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং প্রণোদনার বাস্তবায়ন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

Link copied!