সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে প্রচুর ছবি তোলা হয়। স্মৃতি ধরে রাখার জন্য ভালো ভালো ছবি তোলার কোনো বিকল্প নেই। আর ছবির মডেল যদি হন আপনি নিজেই, তবে তো কথাই নেই। ছবি তোলার কিছু কৌশল জানা থাকুক তবে—
- প্রাকৃতিক আলোয় ছবি উঠে সবচেয়ে ভালো। সে জন্য ছবি তোলার উপযুক্ত সময় সকাল ৭টা থেকে বেলা ১১টা। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে।
- সেলফি সোজাসুজি নয়, একটা কোণ থেকে তুলুন। খুঁজে বের করুন, কোন কোণ থেকে আপনার মুখ সবচেয়ে সুন্দর দেখা যায়।
- ভাবলেশহীন বা গম্ভীর মুখে ছবি তোলার দরকার নেই। মুখে অভিব্যক্তি আনুন, যেমনটা এনেছেন কারিনা কাপুর।
- ক্যামেরার ফিল্টারগুলো বানানোই হয়েছে ছবিকে আরও সুন্দর করার জন্য।
- কেবল পোশাক নয়, হেয়ারস্টাইল বদলেও নিজেকে নতুন করে তোলা যায়। যেমনটা করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
- ছবি তোলার জায়গাটিও সুন্দর দেখে বেছে নিন। মনোরম সবুজ বাগান বেছে নিন।
- ব্যাকলাইটের ব্যবহারে থাকতে হবে সাবধানী হতে হবে। তেমনই গড়বড় হলে মাটি হয়ে যাবে পুরো চেষ্টাই।
- ছবি তুলুন দিনের সেরা দুই সময়ে। সূর্যোদয়ের পরপর ও সূর্যাস্তের ঠিক আগে।