• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

কেমন রোদচশমা বাছাই করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ১০:৪৭ এএম
কেমন রোদচশমা বাছাই করবেন

ফ্যাশনের অংশ হিসেবে রোদচশমা বা সানগ্লাস যেমন সবার প্রিয়। আবার চোখকে নিরাপদ রাখতেও সানগ্লাসের অবদান কম নয়।  এর সময়টাতে গরম আর রোদ থেকে চোখ বাঁচাতে নিশ্চয়ই সানগ্লাস কিনবেন? কিন্তু এই সানগ্লাস কেনার আগেই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার। তবে তার আগে থেকেই যদি আপনার চোখে চশমা থাকে, তাহলেও কিন্তু আপনার গ্লাস কেনা নিয়ে সাবধান হওয়া উচিত।

খেয়াল রাখতে হবে

ব্র্যান্ড
মাথায় রাখবেন, সস্তায় স্টাইল বাড়াতে রোদচশমা কেনাটা কাজের কথা নয়। চশমার নানা রকম ধরন আছে। দাম দিয়ে চশমা কেনাটাই উচিত। ব্র্যান্ডেড চশমা কিনার পর যদি সেটায় আপনার চোখে অসুবিধা হয়, তাহলে বদলেও নিতে পারবেন সহজে।

চিকিৎসকের পরামর্শ
চশমা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব দরকার। তাই আগে চিকিৎসককে জিজ্ঞাসা করে নিন কী ধরনের চশমা আপনার চোখের জন্য ভালো। তারপরেই কিনুন।

সঠিক পাওয়ার
আপনার চোখে পাওয়ার থাকলে, সেই নির্দিষ্ট পাওয়ারের রোদচশমা পরা দরকার। ভুলেও দোকান থেকে কিনে চোখে লাগিয়ে ঘুরবেন না। এতে ক্ষতি হবে আপনার চোখের।

অনলাইন চশমা 
অনলাইনে সানগ্লাস কিনতেই পারেন। কিন্তু কেনার আগে মনে রাখবেন চোখে দেওয়ার আগে একবার চেনা দোকান বা চিকিৎসককে দেখিয়ে নেওয়া খুব দরকার। সেটি আপনার চোখের জন্য উপযুক্ত কি না, সেটা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

মুখের রঙের সঙ্গে মানানসই

  •  রং, আকার ও আকৃতি, প্রচলিত ফ্যাশন।
  •  যাদের মুখের আকার ছোট, তারা চিকন আকৃতি বেছে নিন। আর বড় চেহারার জন্য বড় গ্লাস মানানসই।
  •  যাদের গায়ের রং উজ্জ্বল তারা বেগুনি, কালো, বাদামি, গোলাপি, লাল রঙের গ্লাস ব্যবহার করতে পারেন।
  •  যাদের ত্বক গাঢ় তারা সাদা, হলুদ, কফি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন।
  •  চুলের স্টাইলের ওপর গ্লাস ব্যবহারে ভিন্নতা থাকে।

উপকারিতা

  • চোখে প্রচুর আলো পড়লে ‘আইরিশ’ ছোট হয়ে চোখ কুচকে যেতে পারে। এতে অক্ষিপটের ক্ষতি হয়। ভালো মানের সানগ্লাস ব্যবহার আলোর পরিমাণ ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।
  • দীর্ঘ সময় রোদে থাকলে চোখের পাতা, চোখের চারপাশ, ত্বকে জ্বালাভাব, কালি পড়া, ভাঁজ পড়া সমস্যার দেখা দেয়। এ ছাড়া চোখের  দৃষ্টিশক্তি কমে যাওয়া শঙ্কা বেড়ে যায় তাই সানগ্লাস ব্যবহার জরুরি।
  • বাইসাইকেল ও মোটরসাইকেল চলন্ত অবস্থায় বাতাসের ধুলাবালু এবং পোকামাকড় আমাদের চোখে এসে পড়তে পারে। আর এসব ধুলাবালু ও পোকামাকড় থেকে রক্ষা করে সানগ্লাস।
Link copied!