• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

রঙিন রাঙ্গোলিতে সাজবে দীপাবলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৪:৩৭ পিএম
রঙিন রাঙ্গোলিতে সাজবে দীপাবলি

হিন্দু ধর্মাম্বলীদের অন্যতন উৎসব দীপাবলি। এই দিন দেশের কোথাও পূজিত  হবেন দেবী কালী, কোথাও পূজিত হবেন দেবী লক্ষ্মী। পূজার পাশাপাশি বাড়ি আঙিনাও সাজবে উৎসবের আমেজে। অন্ধকারকে দূর করতে বাড়ির চারপাশে জ্বলবে প্রদীপ। আঙিনায় সাজবে রঙিন রাঙ্গোলি।

বাংলাদেশে রাঙ্গোলি বানানোর প্রথা খুব একটা দেখা যায় না। তবে যারা সৌখিন এবং দীপাবলির উৎসবকে পরিপূর্ণভাবে পালন করে, তারা বাড়ির চারপাশ রাঙ্গোলির রঙে রাঙিয়ে নিতে পারেন। বাড়িকে সুন্দর করে সাজাতে দুয়ারে বা ঘরের মধ্যভাগের খোলা স্থানে নানা রঙের রঙ্গোলি দিয়ে সাজিয়ে নিতে পারেন।

দীপাবলির উৎসবে রাঙ্গোলি বানানো চাই। সাথে আতশবাজিও ফুটবে। প্রতিবছরই নতুন নতুন সাজে রাঙ্গোলি বানান অনেকে। কিন্তু অনেকে সাধারণভাবে রাঙ্গোলি বানাতেই প্রায় হিমশিম খাচ্ছেন। সহজ উপায়ে রাঙ্গোলি বানিয়ে ঘরকে কীভাবে সাজাবেন তার কিছু ধারণা থাকছে এই আয়োজনে_

দীপাবলির প্রধান হচ্ছে প্রদীপ। প্রদীপ জ্বালিয়ে, রঙিন রঙ্গোলিতে ফুল দিয়ে সাজিয়ে তোলা যায়। এই তিনটি উপাদানই যদি একসঙ্গে খুঁজে থাকেন তাহলে ট্রাই করতে পারেন এই ডিজাইনটি।

রঙিন রঙ্গোলির মাঝে প্রদীপের আলো। অন্ধকার দূর করতে প্রদীপের আলো তো থাকবেই। ছোট্ট রঙ্গোলি বানিয়ে নিন। এর মাঝে একটি প্রদীপ দিন।

ফুল দিয়ে রাঙ্গোলির ডিজাইন করতে পারেন। গাঁদা ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করুন। এর মাঝে প্রতিটির মাঝে একটি করে প্রদীপ দিন।

পূজার ঘরে রাঙ্গোলি বানাতে লাল, কমলা হলুদ ফুলের পাপড়ির মাঝে সাদা ফুলের পাপড়ি দিয়ে ডিজাইন করুন। মাঝখানে একটি পিতলের প্রদীপ বসিয়ে নিন।

নতুনত্ব রঙ্গোলি তৈরি করতে ময়ূরের ডিজাইন করতে পারেন। ময়ূরের পাখার চারপাশের প্রদীপ দিন। আরও উজ্জ্বল দেখাবে।

রাঙ্গোলিতে নীল, সাদা, হলুদ, গোলাপী এবং সবুজ রঙ ব্যবহার করুন। মাঝে একটি মোম বসিয়ে নিন। আলো ছড়াবো রাঙ্গোলির রঙে। দূর হবে অন্ধকার।

Link copied!