• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জার্মানির হামবুর্গে আবারও গোলাগুলি, নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০৪:১৯ পিএম
জার্মানির হামবুর্গে আবারও গোলাগুলি, নিহত ২

জার্মানির হামবুর্গ শহরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারী।

রোববার (২৬ মার্চ) দেশটির পুলিশের বরাত দিয়ে জার্মানভিত্তিক ডেয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলতি মাসে শহরটিতে এ নিয়ে দুইটি গোলাগুলির ঘটনা ঘটল।

হামবুর্গের প্রসিকিউটর অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজনকে অভিযুক্ত বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বন্দুকটি দিয়ে নিজেকে গুলি করার আগে ওই বন্দুকধারী অন্য ব্যক্তিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই এ গোলাগুলির ঘটনার উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। যদিও পুলিশের একজন মুখপাত্র হামলাকারী সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, শনিবার মধ্যরাতের কিছুক্ষণ গোলাগুলির ঘটনা জানিয়ে পুলিশকে ডাকা হয় এবং পরে ২৮টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ কর্মকর্তারা সেখানে দুটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যবর্তী স্থানে দুজন মৃত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। দুজনেই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে হামবুর্গে বন্দুক হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছিলেন।

Link copied!