• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

শ্বাসরুদ্ধ ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন সুয়াতেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৪, ০৫:১০ পিএম
শ্বাসরুদ্ধ ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন সুয়াতেক
ফাইনাল শেষে দুই খেলোয়াড়ের শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা পোল্যান্ডের ইগা সুয়াতেক বিশ্বের দুই নম্বর খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে তীব্র লড়াইয়ের পর ৭-৫, ৪-৬ ও ৭-৬ সেটে হারিয়ে মাদ্রিদ ওপেনে তার প্রথম শিরোপা জিতেছেন।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে শিরোপা লড়াই। প্রতিটা সেটের প্রতিটা গেমই ছিল শ্বাসরুদ্ধ লড়াই। শেষ পর্যন্ত জিতে গত বছরের ফাইনালে হারের প্রতিশোধ নিলেন সুয়াতেক। চলতি মৌসুমে বিশ্বের এক ও দুই নম্বর টেনিস খেলোয়াড় এই প্রথম মুখোমুখি হলেন।

এটা ২২ বছর বয়সী সুয়াতেকের ক্যারিয়ারের ২০তম শিরোপা। তার জয়ে মাদ্রিদে ২৬ বছর বয়সী সাবালেঙ্কার তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো।  

সুয়াতেক চার বার গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর সাবালেঙ্কা দুই বার জিতেছেন গ্রান্ড স্লাম। আগামী ২০ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম ফ্রান্স ওপেন টেনিস আসর। বর্তমান চ্যাম্পিয়ন সুয়াতেক এবং সেমিফাইনালিস্ট সাবালেঙ্কা এখন ফ্রান্স ওপেনের প্রস্তুতি নেবেন। সাবালেঙ্কা চলতি বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। 

 

Link copied!