• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

যুদ্ধ চলাকালীন ১০ হাজার টন অস্ত্র পেয়েছে ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৯:১৭ এএম
যুদ্ধ চলাকালীন ১০ হাজার টন অস্ত্র পেয়েছে ইসরায়েল
কামানের গোলা হাতে এক ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েল তাদের নৃশংসতা শুরুর পর সহায়তা হিসেবে ১০ হাজার টন অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২০০ তম কার্গো উড়োজাহাজ ইসরায়েলে অবতরণ করেছে। তবে কোন দেশ কতটা সহায়তা পেয়েছে তা জানা যায়নি। তবে হামলা শুরুর পর থেকে পাওয়া এসব সামরিক সহায়তার মধ্যে অস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যান, চিকিৎসার সরঞ্জাম সহ আরো অনেক কিছু রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

তবে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল সবচেয়ে বেশি সামরিক সহায়তা পায়। কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্র প্রতিবছর তেল আবিবকে ৩৮০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন।

৭ই অক্টোবর থেকে টানা দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় হামলা চালায়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক চাপে ও কাতারের মধ্যস্থতায় দুপক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার গাজায় ইসরায়েল তার নৃশংসতা শুরু করেছে।  

Link copied!