• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:৫৪ পিএম
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ফিলিস্তিন ইস্যুতে বড় ধরনের কূটনৈতিক মোড় নিল বিশ্ব। প্রথমবারের মতো একসঙ্গে তিনটি পশ্চিমা দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া—ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। রোববার (২১ সেপ্টেম্বর) পৃথক বিবৃতির মাধ্যমে তিন দেশের সরকার এ ঘোষণা দেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিওবার্তায় বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে জানাচ্ছি—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

একই দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, “ইসরাইলি সরকার দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নীতি চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। গাজায় ধারাবাহিক হামলা লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে ও কোটি মানুষকে বাস্তুচ্যুত করেছে। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তির জন্য নতুন অংশীদারিত্বের আহ্বান জানাচ্ছে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে জানান, এই সিদ্ধান্ত “যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ, যা দ্বি-রাষ্ট্র সমাধানের নতুন গতি সৃষ্টি করবে।”

বিশ্লেষকদের মতে, পশ্চিমা তিন দেশের এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় এক নতুন অধ্যায় রচনা করতে পারে এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।

Link copied!