• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

কেনিয়ার জ্বালানির ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৮:০২ পিএম
কেনিয়ার জ্বালানির ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

কেনিয়ার সিয়া কাউন্টিতে একটি পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত হয়েছেন ১৩ জন।

বিবিসি জানায়, রবিবার রাতে পশ্চিমাঞ্চলে এক সড়কে পেট্রোল ট্যাংকারটি উল্টে আগুন ধরে যায়।

কিসুমু ও বুশিয়ার এলাকার মাঝ দিয়ে যাওয়ার সময় ট্যাংকারের চালক বিপরীত দিক থেকে আসা একটি লরির সাঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনা কবলে পড়েন।

রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে মালাঙ্গা শহরে ঘটনাস্থলে পৌঁছতে প্রায় দুঘন্টা সময় লাগে দমকলকর্মীদের।

এই দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

Link copied!