• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ধূমপান ছাড়তে চান? আপনার জন্য আছে ট্যাবলেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৩:০৮ পিএম
ধূমপান ছাড়তে চান? আপনার জন্য আছে ট্যাবলেট
ছবি: সংগৃহীত

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও ছাড়তে পারেন না অনেকে। মনে প্রাণে চান ধূমপান ছেড়ে দিতে কিন্তু সম্ভব হয়ে উঠছে না। তাদের জন্য ধূমপানরোধী ট্যাবলেট বাজারে এনেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ব্রিটিশ ধূমপায়ীদের জন্য বিনামূল্যে ‍‍‘ভ্যারেনিক্লাইন‍‍’ নামে একটি ধূমপানরোধী ওষুধ বাজারে এনেছে।

গবেষকরা বলছে, ‍‍‘ভ্যারেনিক্লাইন‍‍’, নিকোটিনের প্রচলিত অন্যান্য বিকল্পের চেয়ে বেশি কার্যকর। এটি এমন একটি পদার্থ, যা মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের রিসেপ্টরকে সক্রিয় করে। ভ্যারেনিক্লাইন নিকোটিনের মতোই মস্তিষ্কের সেই অঞ্চলে কাজ করে, যেখানে নিকোটিন প্রভাব ফেলে এবং তার প্রভাব কমিয়ে দেয়। যার কারণে ধূমপানের প্রতি আসক্তি এবং উদ্বেগজনক উপসর্গ কমে যায়। এর ফলে নিকোটিন ছাড়াই রোগী রিসেপ্টরগুলো সক্রিয় করার সুযোগ পায়। আর এর জন্য আপনাকে প্রতিদিন এক থেকে দুটি করে ১২ থেকে ২৪ সপ্তাহ এই ধূমপানরোধী এই ওষুধ গ্রহণ করতে হবে।

তবে এ ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছে এনএইচএস। এই ওষুধ সেবনে অসুস্থ বোধ করতে পারে। তাছাড়া অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, মাথাব্যথা, তন্দ্রাচ্ছন্ন বোধ করাও মাথা ঘোরার মত সমস্যা হতে পারে।

২০২৪ সালের আগস্টে ‍‍‘ভ্যারেনিক্লাইন‍‍’ নামে এই ধূমপানরোধী ওষুধটি এমএইচআরএ‍’র অনুমোদন সাপেক্ষে যুক্তরাজ্যের বাজারে আনা হয়েছে। এই বিষয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেন, ‘যারা ধূমপান ছাড়তে চান তাদের জন্য এই পিলটি গেম-চেঞ্জার হতে পারে।’

Link copied!