প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে। এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের সিদ্ধান্তের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষও ৫ আগস্ট ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন এবং সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) অত্র বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।’
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায়।
তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৫ আগস্ট বন্ধ থাকবে কি না, তা এখনো জানা যায়নি।
এদিকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।