• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:১৬ এএম
দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন
ট্রেন

যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য  চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করা দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস আগামী ১০ আগস্ট থেকে নতুন সময় অনুযায়ী চলবে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১) ট্রেনটি বর্তমানে সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এই ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে। এতে ট্রেনটি বর্তমান সময় থেকে ২৫ মিনিট আগে চট্টগ্রাম স্টেশন ছাড়বে।

অন্যদিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২) ট্রেনটি বর্তমানে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এই ট্রেন চলাচল করবে সকাল ১০টায়। এতে ট্রেনটি বর্তমান সময় থেকে ২০ মিনিট আগে কক্সবাজার স্টেশন ছাড়বে।

আরও বলা হয়, সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।

আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

Link copied!