• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাড়িতে আগুন, এরপর যুবককে কুপিয়ে হত্যা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৯:৫৮ এএম
বাড়িতে আগুন, এরপর যুবককে কুপিয়ে হত্যা
নিহত লিটন সিকদার । ছবি: সংগৃহীত

বরিশালে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নগরের কাশিপুরের বিল্লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন সিকদার বরিশাল মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এবং একই এলাকার নজির সিকদারের ছেলে। এদিকে এ হামলায় গুরুতর আহত হয়েছেন নিহত লিটনের মা হালিমা বেগম (৬০), ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮)। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিটনের পরিবার জানায়, লিটনের বোন মুন্নি বেগমের স্বামী দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে মুন্নি বেগমের স্বামী জাকির হোসেন গাজীর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বৃহস্পতিবার জামিন পান লিটন, তার বোন মুন্নি ও ছোট ভাই সুমন সিকদার। তারা সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরেন। খবর পেয়ে রাত ৮টার দিকে দেড় শ থেকে দুই শ লোক লিটনের বাড়িতে হামলা চালান। তাকে ও পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করা হয়। এ সময় বাড়িতে আগুন দেওয়া হয়।

মুন্নি বেগম জানান, তার স্বামী জাকির হোসেন গাজী দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে মুন্নি বেগমকে মারধর করতেন জাকির গাজী। গত ২৭ জুলাই তিনি বিমানবন্দর থানায় মামলা করেন।


বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না। এ ঘটনায় রাতেই সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!