• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাংলাদেশি অভিনেত্রী কলকাতায় গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০১:০৩ পিএম
বাংলাদেশি অভিনেত্রী কলকাতায় গ্রেপ্তার
শান্তা পাল

বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। শহরের পার্কস্ট্রিট থানার পুলিশ তাকে যাদবপুর এলাকা থেকে আটক করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, গত ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এমনকি একটি বিমান সংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ—এতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে সম্ভব এবং কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

তদন্তে জানা গেছে, শান্তা কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের নজরে আসেন। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ভাড়া ফ্ল্যাটে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করায় পুলিশের সন্দেহ আরও বাড়ে।

শান্তা পাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। সে সময় প্রতিযোগিতার অনিয়মের অভিযোগ তুলে আলোচিত হয়েছিলেন তিনি। অভিনয় জীবনে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এ ছাড়া তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও।

Link copied!