• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শাহবাগে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর আরেকপক্ষের হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৯:০৯ পিএম
শাহবাগে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর আরেকপক্ষের হামলা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেকটি দল।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে এসে শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

শাহবাগ অবরোধকারীদের একজন মো. ইয়াছিন বলেন, আমার পিঠে পুলিশ পিটিয়েছে। বিএমইউ হাসপাতাল থেকে একদল এসে আমাদের ওপর হামলা করে আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আহত থাকলেও অধিকাংশ বাইরের। যারা আমাদের আন্দোলনকে সফল হতে দিতে চায় না।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের ওপর পুলিশ আর আহতদের আরেকটি দল একসঙ্গে হামলা করেছে। আমাদের দুজন এখন হাসপাতালে ভর্তি। অনেকে আহত। আমরা রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছি এখন। পরবর্তী সময়ে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা তিন দিকের রাস্তা বন্ধ করে আন্দোলন করছিল। বিভিন্ন হাসপাতালে জুলাইয়ের আহত যারা চিকিৎসা নিচ্ছে তারা জনভোগান্তির কথা বলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে পুলিশ কোনও অ্যাকশন নেয়নি।

Link copied!