বিশ্বজুড়ে করোনা টিকা গ্রহণের কর্মসূচি চলছে। প্রথম ডোজ শেষ করে অনেক দেশে ইতোমধ্যে দ্বিতীয় ডোজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলো টিকার বুস্টার ডোজ নেওয়ারও প্রস্তুতি শুরু করেছে।
তবে টিকা নেওয়ার পরও বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। কারণ হিসেবে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানান, টিকা নেওয়ার দুই মাস পর টিকাগ্রহীতার শরীর থেকে অ্যান্টিবডি কমতে থাকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আইসিএমআরের আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারের (আরএসসিআর) গবেষণায় এল চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সমীক্ষায় দেখা গেছে, কোভ্যাক্সিন-গ্রহীতাদের মধ্যে টিকা নেওয়ার দুই মাস পর এবং কোভিশিল্ড-গ্রহীতাদের টিকা নেওয়ার তিন মাসের মধ্যে শরীর থেকে অ্যান্টিবডি কমতে থাকে।
আইসিএমআরের ভুবনেশ্বর কেন্দ্রের গবেষক ডক্টর দেবদত্ত ভট্টাচার্য জানান, সমীক্ষায় মোট ৬১৪ জন টিকাগ্রহীতার থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৩০৮ জন কোভিশিল্ড টিকা নেন এবং ৩০৬ জন কোভ্যাক্সিন নেন। এদের মধ্যে ৮১ জন টিকা নেওয়ার পরও করোনায় সংক্রমিত হয়। বাকি ৫৩৩ জন টিকাগ্রহীতা আক্রান্ত না হলেও তাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমতে দেখা গেছে।
একই তথ্য জানিয়েছে সংস্থার ডিরেক্টর সংঘমিত্রা। তিনি জানান, টিকা নেওয়ার চার থেকে ছয় মাস পর অ্যান্টিবডির মাত্রা কমতে শুরু করে। টিকা নেওয়ার পরও নেগেটিভ অ্যান্টিবডি থাকলে তাদের অবশ্যই বুস্টার ডোজ দিতে হবে।