বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হককে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গত ২৯ জুন তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয় বলে শনিবার মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সিনিয়র নেতাদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার যথেষ্ট প্রমাণ পাওয়ায় দলের নীতি অনুযায়ী ফয়জুলকে বহিষ্কার করা হয়। ড. ফয়জুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া’র কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না।
এদিকে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন দলটির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।
ড. ফয়জুল বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দলীয় মতাদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি জানান, ২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভেতরে ও বাইরে ইসলামপন্থি ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন। ২০১৮ সালে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি।
ড. ফয়জুল আরও বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।