নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে পুকুরে ডুবে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে মামাতো-ফুফাতো ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। পরিবারের সদস্যরা সেসময় ব্যস্ত থাকায় তারা নজরের বাইরে চলে যায়। একপর্যায়ে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যার পর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।
শাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক তার ভাগ্নে। মানিকের বাবার বাড়ি বরিশালে হলেও সে মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকত।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুরা খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “দুই শিশু খেলাধুলার সময় দুর্ঘটনাবশত পুকুরে পড়ে মারা যায়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































