• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

সংবেদনশীলদের জন্য ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১০:৫৯ এএম
সংবেদনশীলদের জন্য ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বায়ুদূষণ। ফাইল ফটো

চলতি বছরের শুরুতে টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। এরপর কিছুদিন ভালো ছিল। তবে রোববার (১৩ জুলাই) সকালে ঢাকার বাতাস হয়ে উঠে ‘অস্বাস্থ্যকর’।

রোববার সকাল পৌনে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৪৭ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। 

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮১ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে চিলির সান্টিয়াগো। সমান ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয়তে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১-৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Link copied!