রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকরা। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চাকেরা বিআরটিএ ভবনের সামনে সড়কে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে দুর্ভোগে পড়া তীব্র ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।