পরকীয়ার সন্দেহে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ও সঞ্চালক মঞ্জুলা শ্রুতি ছুরিকাঘাতের শিকার হয়েছেন স্বামী অমরেশের হাতে।
শুক্রবার (১২ জুলাই) বেঙ্গালুরুর হনুমন্তনগর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।
কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা ‘অমৃতধারা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান। প্রেমের সম্পর্কের পর প্রায় ২০ বছর আগে তিনি অমরেশকে বিয়ে করেন। তাদের ২ সন্তান রয়েছে।
জানা গেছে, দাম্পত্য কলহ ও তিক্ত সম্পর্কের জেরে গত তিন মাস ধরে স্বামীর কাছ থেকে আলাদা ছিলেন মঞ্জুলা। ভাইয়ের সঙ্গে বসবাস করছিলেন তিনি। এর আগে স্বামীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে থানায় অভিযোগ করেছিলেন শ্রুতি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সম্পর্ক মিটমাট করে একসঙ্গে থাকতে শুরু করেন তারা। পরদিন শুক্রবার সন্তানরা কলেজে গেলে অমরেশ স্ত্রীকে আক্রমণ করেন। প্রথমে গোলমরিচ ছুড়ে চোখে মারার পর, ছুরি দিয়ে পাঁজর, থাই, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এরপর শ্রুতির মাথা দেওয়ালে আছড়ে মারেন।
গুরুতর আহত অবস্থায় মঞ্জুলাকে ভর্তি করা হয় ভিক্টোরিয়া হাসপাতালে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর অমরেশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।