একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র, এখন দেখতে ভালো লাগে না : ডলি জহুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:৫৫ পিএম
একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র, এখন দেখতে ভালো লাগে না : ডলি জহুর

একসময় দিন-রাত শুটিংয়ের ব্যস্ততায় মুখর থাকত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডলি জহুর বলেন, একসময় এফডিসিই ছিল তার প্রাণকেন্দ্র। সেখানে অসংখ্য কাজ করেছেন তিনি। তবে এখন আর আগের মতো কর্মচাঞ্চল্য নেই।

অভিনেত্রীর ভাষায়, ‘একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র। সেখানে অনেক কাজ করেছি। এখন কেন জানি জায়গাটাকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না। সে জন্যই আর এফডিসির দিকে তাকাই না।’

তবে হতাশার মাঝেও আশাবাদী ডলি জহুর। তিনি বলেন, ‘যেদিন এফডিসি আবার সুন্দর হবে, গোছানো হবে, সেদিন সেখানে যাব। তখন হয়তো কাজ করব না, কিন্তু দেখার জন্য হলেও সেখানে যাব।’
দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের অপরিসীম ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এখনো অভিনয়ে নিয়মিত রয়েছেন তিনি।

প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ডলি জহুর।

অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে তাঁকে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। এ ছাড়া গত বছর তিনি লাভ করেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!