বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০২:২৬ পিএম
বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?

বিশ্বের বুকে নিরাপদ শহরের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি – ২০২৬ সালেও নাম্বিওর বৈশ্বিক নিরাপত্তা সূচকে টানা দশম বছরের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে এই শহর। বিশ্বের ১৫০টি দেশের প্রায় ৪০০টিরও বেশি শহরের ওপর পরিচালিত এই জরিপে আবুধাবি শীর্ষে স্থান করে নিয়েছে, বিশেষ করে দিন-রাত একা চলাফেরার নিরাপত্তা এবং অপরাধের অতি নিম্ন হার বিবেচনায়।


এই অসাধারণ সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে আবুধাবি পুলিশের আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘সেফ সিটি’ সিস্টেমের মাধ্যমে শহরজুড়ে গতিবিধি পর্যবেক্ষণ এবং তথ্য বিশ্লেষণের এক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্মার্ট পুলিশিং এবং আগাম অপরাধ শনাক্তকরণ প্রযুক্তির সঠিক ব্যবহার আবুধাবিকে আধুনিক নগর ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত করেছে। এই উদ্ভাবনগুলো শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয়, নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও কার্যকর।


শুধু আবুধাবি নয়, নাম্বিওর সূচকের শীর্ষ দশে আরব আমিরাতের অন্যান্য শহর যেমন দুবাই, আজমান, রাস আল-খাইমাহ এবং শারজাহ নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে। এই শহরগুলোর একই ধরনের প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং কম অপরাধহারই এর কারণ। কাতারও এই তালিকায় শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ। এছাড়া শীর্ষ দশে ওমানের রাজধানী মাস্কাট, নেদারল্যান্ডসের হেগ এবং তাইওয়ানের তাইপের নামও রয়েছে।


আবুধাবির এই টানা দশম সাফল্য বিশ্বের অনেক শহরের জন্য অনুকরণীয়। এআই-ভিত্তিক পর্যবেক্ষণ, স্মার্ট পুলিশিং এবং নাগরিক-কেন্দ্রিক নিরাপত্তা কৌশল এই শহরকে অপরাধমুক্ত ও নিরাপদ জীবনযাপনের আদর্শ স্থানে পরিণত করেছে। নাম্বিওরের এই স্বীকৃতি আরব আমিরাতের নিরাপত্তা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সাফল্য এবং উদ্ভাবনের প্রমাণস্বরূপ দাঁড়িয়েছে।

Link copied!