• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ঈদে কয়টি হল পেল শাকিব খানের ‘রাজকুমার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ১১:১৯ এএম
ঈদে কয়টি হল পেল শাকিব খানের ‘রাজকুমার’

দেশজুড়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদের শাকিব খানের ‘রাজকুমার’সহ ১১টি ছবি মুক্তি পাচ্ছে। এবার সবচেয়ে বেশি হল পেয়েছে রাজকুমার। ছবিটি ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

ঈদের ছবি হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। শরিফুল রাজ অভিনীত ছবিটি ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

মিশুক মনি নির্মিত ‘দেয়ালের দেশ’ ছবিটি ঘিরে দর্শকমনে রয়েছে দারুণ আগ্রহ। দেশজুড়ে এটি ১৩টি প্রেক্ষাগৃহে চলবে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে অন্য সব ছবির চেয়ে বেশি শো পেয়েছে এটি। তাদের সাতটি শাখায় প্রতি দিন এই ছবির ১৭টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত সিনেমা ‘কাজলরেখা’। বানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। এই ছবিটি দেখা যাবে ১০টি প্রেক্ষাগৃহে। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, মিথিলা প্রমুখ।

তরুণ নায়ক আদর আজাদ আসছেন ‘লিপস্টিক’ সিনেমা নিয়ে। যেখানে তার সঙ্গে আছেন পূজা চেরী। কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবি পেয়েছে সাতটি প্রেক্ষাগৃহ।

চিত্রনায়ক জায়েদ খানও সামিল হয়েছেন এবারের ঈদ উৎসবে। তার অভিনীত ‘সোনার চর’ ছবিটি চলবে সাতটি প্রেক্ষাগৃহে। জাহিদ হোসেন পরিচালিত এই ছবিতে আরও আছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা প্রমুখ।

ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন ২’ পেয়েছে ছয়টি হল। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। অভিনয়ে আছেন সাজ্জাদ হোসেন, সুপ্রভাত, আহমেদ রুবেল, আরিয়ানা জামান, তারিক আনাম খান প্রমুখ।

এ ছাড়া ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’ (৫টি), জসিম উদ্দিন জাকির নির্মিত ‘মায়া: দ্য লাভ’ (৯টি), কাজী হায়াতের ‘গ্রিন কার্ড’ (৫টি) ও ছটকু আহমেদ পরিচালিত সিনেমা ‘আহারে জীবন’ (৫টি) মুক্তি পাচ্ছে।

Link copied!