• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

‘শাকিব একজন পরিপূর্ণ আর্টিস্ট, তার হিরোইজম অসাধারণ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০২:০৬ পিএম
‘শাকিব একজন পরিপূর্ণ আর্টিস্ট, তার হিরোইজম অসাধারণ’
শাকিব খান। ছবি: কোলাজ

শাকিব খান একজন পরিপূর্ণ আর্টিস্ট, তার হিরোইজম অসাধারণ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

ঈদের বিশেষ একটি অনুষ্ঠানে শাকিব খানকে নিয়ে তিনি  আরও বলেন ‘শাকিব খান একজন পাওয়ারফুল (শক্তিমান) আর্টিস্ট (অভিনয়শিল্পী)। তার হিরোইজমসহ (নায়কোচিত) সবকিছু মিলিয়েই তিনি একজন পরিপূর্ণ আর্টিস্ট। তার হিরোইজম অসাধারণ।

শাকিবকে হিরো বলতে হয় না। শাকিব  খান দেখতেই একজন হিরো। ও দিনের পর দিন পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাঁচ-পাঁচটি ন্যাশনাল অ্যাওয়ার্ড যার ঘরে আছে- তার অভিনয় নিয়ে কোনো কথাই বলার প্রয়োজন নেই। ওর সঙ্গে কাজ করে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।

ঈদের দিন মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’ দর্শক চাহিদার শীর্ষে। মুক্তির সঙ্গে সঙ্গে লাখ লাখ দর্শক হলে গিয়ে সিনেমাটি হুমড়ি খেয়ে দেখছেন।

ঈদের ছবি হিসেবে বাণিজ্য ও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। সিনেমার গল্পের বিভিন্ন অংশ দর্শককে আবেগ আপ্লুত করছে। সেই সঙ্গে শাকিবের অভিনয়ও পাচ্ছে ভূয়সী প্রশংসা। ফলে স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য দর্শক সমাগম হচ্ছে। ঈদে সর্বাধিক ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। 
 

Link copied!