বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার প্রিয়জনকে গাড়ি দুর্ঘটনায় হারানোর অভিজ্ঞতা থেকে সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই ভয়ংকর স্মৃতির কারণে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে সিটবেল্ট বাঁধা তার নিয়মে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমার ন্যানি শ্রদ্ধাকে আমরা পথ দুর্ঘটনায় হারিয়েছি। সে আমার কাছে বোনের মতো ছিল। সেই স্মৃতি এখনও আমার সঙ্গে আছে।”
সম্প্রতি একটি সড়ক সুরক্ষা অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়ে আলিয়া আবেগতাড়িত হয়ে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, এখনো পেছনের সিটে বসলেও সিটবেল্ট বাঁধা তার অতি গুরুত্বপূর্ণ অভ্যাস।
জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আলিয়ার এই স্মৃতিচারণ অনেকের মধ্যে প্রেরণা সৃষ্টি করেছে।



































