জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বাংলাদেশের চলচ্চিত্রে সংগীত-সংশ্লিষ্ট কলাকুশলীদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কাছে খোলা চিঠি লিখেছেন।
চিঠিতে ন্যানসি বলেন, চলচ্চিত্রের গান বাংলার সিনেমার অন্যতম শক্তিশালী উপকরণ। প্লেব্যাক শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, কিন্তু বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় তাঁদের বিবেচনা করা হয় না। শিল্পী সমিতি থাকা সত্ত্বেও গানের কলাকুশলীরা সদস্যপদ ও ভোটাধিকারের সুবিধা পান না। বিএফডিসিতে প্রবেশ করলে পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতির আলাদা কক্ষ থাকলেও গানের শিল্পীদের জন্য বিশ্রাম বা চর্চার স্থান নির্ধারিত নেই।
ন্যানসি ফেসবুকে লিখেছেন, “যেকোনো উৎসব বা আয়োজনে আমাদের ডাকা হলেও বিএফডিসির প্রাতিষ্ঠানিক মূল্যায়নে আমরা অবহেলিত। ব্যক্তিগত আলোচনায় বিষয়টি তুলে ধরেছি, কিন্তু সরকারি স্তরে আগে কখনো প্রকাশ করা হয়নি।”
তিনি কার্যালয় বরাদ্দসহ প্লেব্যাক শিল্পীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।



































