নারীদের ক্ষমতায়ন নিয়ে বরাবরই সরব বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এবার এক সাক্ষাৎকারে পারিবারিক সম্পর্ক ও আচরণ নিয়ে নিজের স্পষ্ট মত প্রকাশ করেছেন তিনি। রানি বলেন, সংসারে পুরুষদের নয়, নারীদের কথাই বেশি গুরুত্ব পাওয়া উচিত। এমনকি গলার স্বর উঁচু করার ক্ষেত্রেও পুরুষদের সংযত থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সম্প্রতি ‘মর্দানি ৩’ সিনেমার প্রচারে অংশ নিয়ে রানি মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবন, দাম্পত্য সম্পর্ক ও সন্তান লালন-পালন নিয়ে কথা বলেন। সেখানেই তিনি মন্তব্য করেন, “বাড়িতে পুরুষদের নয়, শুধুমাত্র মহিলাদেরই কথা শোনা উচিত।”
এমন বক্তব্যের পেছনের কারণও ব্যাখ্যা করেন অভিনেত্রী। তিনি বলেন, শিশুরা বিশেষ করে ছেলেরা বাবার আচরণ দেখেই শেখে। যদি কোনো ছেলে দেখে তার বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছেন বা চিৎকার করছেন, তাহলে সে ধরে নেবে মেয়েদের সঙ্গে এমন আচরণ করাই স্বাভাবিক। বড় হয়ে সেও একই আচরণ করবে।
রানির ভাষায়, একজন পুরুষের দায়িত্ব হলো তাঁর স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করা, কারণ সন্তানরা সেটাই অনুকরণ করে। পুরুষদের শেখা উচিত কীভাবে একজন নারীকে সম্মান দিতে হয়।
এই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, “একজন পুরুষের কখনোই তাঁর স্ত্রীর ওপর চিৎকার করা উচিত নয়। বরং একজন নারী চাইলে নিজের কণ্ঠ উঁচু করতে পারেন।”
উল্লেখ্য, ‘মর্দানি ৩’ সিনেমায় নারী পাচারের মতো গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে রানিকে। বাস্তব জীবনেও নারীর অধিকার ও মর্যাদা নিয়ে তাঁর এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




































