• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

জনপ্রিয় সংগীতশিল্পী সারদা মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১২:৫১ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী সারদা মারা গেছেন
সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ গায়িকা। বুধবার (১৪ জুন) মৃত্যু হয়েছে তারকা এই  সংগীতশিল্পীর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। সংগীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশানের সঙ্গে রাজ কাপুরই পরিচয় করিয়েছিলেন সারদার। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘সূরজ’ ছবির ‘তিতলি উড়ি’ গানের জন্য জনপ্রিয় হয়েছিলেন তিনি। ‘সূরজ’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমেই গানের জগতে পথচলা শুরু করেন এ গায়িকা। গানে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মুহাম্মদ রফির মতো নামজাদা শিল্পীকেও টেক্কা দিয়েছেন সারদা।

সমালোচকদের মতে, লতা ও আশার মাঝে সারদার অন্য ধরনের গলা এক সতেজতা এনেছিল হিন্দি ছবির গানে।
‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘গুমনাম’, ‘সপনো কা সওদাগর’-এর মতো ছবিতেও গান গেয়েছেন সারদা। বৈজয়ন্তিমালা, মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো বড় অভিনেত্রীদের জন্য প্লেব্যাক করেছেন তিনি।

১৯৭০ সালের দিকে খ্যাতিমান সুরকারদের সঙ্গে জুটি হয়ে গান করেছেন সারদা। প্লেব্যাক ছাড়াও গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। সেখানে নিজের গানে সুরও দিয়েছিলেন সদ্য প্রয়াত এই সংগীতশিল্পী।

 

 

 

Link copied!