• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
অস্কার মনোনয়ন

মনোনীত পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:১৯ পিএম
মনোনীত পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীরা

অস্কারে প্রথমবার মনোনয়ন পেয়েছেন জেমি লি কার্টিস। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিতে কর পরিদর্শক চরিত্রের সুবাদে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ৬৪ বছর বয়সী এই তারকা। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ ছবির সুবাদে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যাঞ্জেলা ব্যাসেট। প্রয়াত রাজা টিচালার মা রানি রামোন্ডা চরিত্রে আবারও অভিনয় করেছেন তিনি। মারভেল স্টুডিওসের চলচ্চিত্রের জন্য এবারই প্রথম কোনও অভিনয়শিল্পী অস্কারে মনোনীত হলেন।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন হং চাও (দ্য হোয়েল), কেরি কন্ডন (দ্য বানশিজ অব ইনিশেরিন) এবং স্টেফানি সু (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)। সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে জায়গা পেয়েছেন ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির দুই জন (ব্রেন্ডন গ্লিসন ও ব্যারি কিওগ্যান)। তাদের পাশাপাশি মনোনীত হয়েছেন কি হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), জাড হার্শ (দ্য ফেবলম্যানস) এবং ব্রায়ান টাইরি হেনরি (কজওয়ে)।

আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বর্ণাঢ্য আসর। সেই আসর সামনে রেখে মঙ্গলবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়ের গোল্ডউইন থিয়েটারে চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

Link copied!