• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
অস্কার মনোনয়ন

প্রথমবার আইরিশ ভাষার ছবি মনোনীত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:৩৪ পিএম
প্রথমবার আইরিশ ভাষার ছবি মনোনীত

মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির চার তারকা কলিন ফ্যারেল, ব্রেন্ডন গ্লিসন, ব্যারি কিওগ্যান ও কেরি কনডন। তাদের সবাই অস্কারে প্রথমবার মনোনয়ন পেলেন। ২৬ বছর বয়সী পল মেসকালের জন্য অস্কারে এটাই প্রথম মনোনয়ন।

‘আফটার সান’ ছবিতে তরুণ বাবার চরিত্রে দেখা গেছে তাকে, যিনি নিজের ১১ বছর বয়সী মেয়ে বড় করতে থাকেন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে আইরিশ ভাষার ছবি ‘দ্য কোয়ায়েট গার্ল’। এর গল্প লাজুক কিশোরীকে কেন্দ্র করে, সে নিজের দূরসম্পর্কের আত্মীয়দের কাছে বেড়াতে যায়। অস্কারের ইতিহাসে এবারই প্রথম আইরিশ ভাষার ছবি সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে মনোনীত হলো।

আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বর্ণাঢ্য আসর। সেই আসর সামনে রেখে মঙ্গলবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়ের গোল্ডউইন থিয়েটারে চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

Link copied!